মির্জাগঞ্জ থানার অধীনে এবং থানা সদর থেকে ১৩ কি.মি. দক্ষিণে মসজিদবাড়ি গ্রামে মসজিদটি অবস্থিত। পূর্ব পশ্চিমে দীর্ঘ মসজিদটির ছয়টি মিনার বা টারেট ছিল । মসজিদটিতে যে শিলালিপি রয়েছে তাতে জানা যায় সুলতান রুকনউদ্দিন বারবক শাহর রাজত্বকালে খান উল মুয়াজ্জম অজিয়াল খাঁ ৮৭০ হিজরী ১৬৬৫ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন । মসজিদটি পটুয়াখালী অঞ্চলের প্রাচীনতম মুসলিম কীর্তি ।