Wellcome to National Portal
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০১৫

কান্তনগর মন্দির, দিনাজপুর

স্থাপনাটি দিনাজপুর জেলার কাহারোল থানায় অবস্থিত। পোড়ামাটির ফলকচিত্রে অনন্য শিল্পশৈলীর অনবদ্য নিদর্শন কামত্মজির মন্দির। ১৭৭২ সালে এটি নির্মিত হয়েছেল। স্থাপনাটির বর্হিগাত্রে পোড়ামাটির ফলকচিত্র গুলোতে রামায়ন, মহাভারতসহ বিভিন্ন উপাখ্যান এবং তৎকালীন সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। এটি স্থাপত্যিক দিক থেকে নবরত্ন মন্দির যদিও বর্তমানে রত্নগুলো অনুপস্থিত।