Wellcome to National Portal
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ August ২০১৫

দারাস বাড়ি মসজিদ

 দারাস বাড়ি মাদ্রাসা হতে অদুলে পশ্চিম দিকে একটি পুকুরের পশ্চিম পাড়ে বৃহদাকারে একটি মসজিদের ধ্বংসাশেষ পরিলক্ষিত হয়। যা স্থানীয়ভাবে দারাসবাড়ী মসজিদ নামে খ্যাত। সম্ভবতঃ এ মসজিদের সাথে মাদ্রসার সংযোজন ছিল বিধায় এটা দারাসবাড়ী মসজিদ নামে খ্যাত। আয়তাকার পরিকল্পনায় নির্মিত এ মসজিদ দু’ টি ভাগে বিভক্ত। মুল উপাসনা কক্ষটি ৯৯’/-৫ ৩৮’-৯। সম্মুখ ভাগের বারান্দা ১০’-০’’ চওড়া। মুল উপাসনা কক্ষের দু’’ পার্শ্বের ৯ টি করে মোট ৯৮ টি গম্বুজ ছিল।  মধ্যস্থিত অংশে ছিল ৩ টি চৌচালা গম্বুজ। বারান্দা ৭ টি গম্বুজ দ্বারা আচ্ছাদিত ছিল।  এ মসজিদের ভিতরে উত্তর- পশ্চিম কোণে উচ্চ্স্থানে কোণে উচ্চস্থানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা <লেডিস গ্যালারী> এ মসজিদের একটি বিশেষ আকর্ষন।  মুসলিম সুলতান কর্তৃক গৌড়ে নির্মিত প্রাচীনকীর্তির মধ্যে আলোচ্য ও দারাসবাড়[ী মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে প্রাপ্ত একটি শিলালিপির পাঠোদ্ধার হতে জানা যায় যে, এ মসজিদ ৮৮৪ হিজরীতে < ১৪৭৯ ইং > নির্মিত হয়েছিল।