Wellcome to National Portal
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০১৫

সাদী মসজিদ

 

          ঐতিহাসিক সাদী মসজিদ কিশোরগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য প্রাচীনকীর্তি ।   মসজিদের  প্রধান প্রবেশপথের উপরে যে লিপি আছে তা থেকে  জানা যায় সম্রাট শাহ্জাহানের রাজত্বকালে শেখ শিরম্নর পুত্র সাদী ১৬৬২ হিজরী (১৬৫২ খ্রিঃ) সনে এ মসজিদটি নির্মাণ করেছেন । প্রাচীন এই মসজিদটি বর্গাকৃতির এবং এতে সুলতানী আমলের কারম্নকার্যেও প্রভাব পরিলক্ষিত হয়। যা থেকে মনে হয় যে, মোঘল আমলেও এ স্থানে সুলতানী আমলের কৌশল টিকে ছিল।