Wellcome to National Portal
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ August ২০১৫

কুসুম্বা মসজিদ

মান্দা থানা থেকে ৪ মাইল উত্তর- পশ্চিমে মান্দা  নওগাঁ সড়কের পশ্চিম পার্শ্বে এ মসজিদটি অবস্থান। এ মসজিদের পূর্বদিকে একটি উত্তর- দক্ষিণে লম্বা দীঘি আছে।  আয়তাকার ৫৮/৫২ ভূমি পরিকল্পনায় নির্মিত এ মসজিদের ছাদ ছয়টি গম্বুজ দ্বারা আচছাদিত। দেয়ালগুলো ৬’-০’’ প্রস্থ। প্রতি কোনে রয়েছে একটি করে অষ্ঠাকৌণিক বুরুজ। এর প্রতিটি  খিলান- দরজা এবং মিহরাবের মুখ ঘাট কাটা। এ মসজিদের দেয়ালের উভয়মুখ প্রস্তর দ্বারা আবৃত। এ মসজিদে লাগানো একটি শিলালিপি থেকে জানা যায় যে, মসজিদটি সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহেরশাসনামলে জনৈক সোলায়মান কর্তৃক ১৫৫৮ খ্রীষ্টাদ্বে নির্মিত হয়েছিল।