Wellcome to National Portal
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ August ২০১৫

দারাস বাড়ি মাদ্রাসা

ছোট সোনা মসজিদ হতে এক মাইল উত্তরে ছোট সোনা মসজিদ - বালিয়াদীঘি সড়কের পশ্চিম পার্শ্বে সামান্য দূলে বর্গাকৃতির একটি ঢিবি আছে। ঝোপ- জঙ্গলে ইহা আবৃত ছিল। ১৯৭৩ ইং সালে স্থানীয় লোকজন কর্তৃক এ ঢিবিতে চাষাবাদের সময়ে কালো পাথরের একটি শিলাঢিবি আবিষ্কৃত হয়। উহার পাঠোদ্ধার হতে জানা যায় যে হিজরী, ৯০৯ সাল ( ইংরেজী ) ১৫০৩ খ্রীঃ ) এ আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকাল এখানে একটি মাদ্রসা নির্মিত হয়েছিল। ১৯৭৫ ইং সালে এখানে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করা হয়।  উক্ত খননের তত্ত্ববধানকারী কর্মকর্তা ছিলেন জনাব মুহাম্মদ আবদুল কাদির < অবসর প্রাপ্ত আঞ্চলিক পরিচালক > এবং তাকে সাহায্য করার নিমিষে নিয়োজিত ছিলেন রাজশাহী বিভাগের বর্তমান আঞ্চলিক পরিচালখ জনাব মোঃ আবুল হাসেম মিয়া <তদানীন্তনস জাদুঘর সহকারী > খননের ফলে এখানে ১৬৯’ বর্গাকৃতির একটি মাদ্রসার ধ্বংসাবশেষ অণাবৃত হয়েছে।  বাংলাদেশ মুসলমান সুলতানদের ইহা একটি অপূর্ব স্থাপত্য নিদর্শন। অনুরুপ কোন নিদর্শন অদ্যাবধি এ দেশে আবিষ্কৃত হয়নি। বর্গকার একটি অঙ্গনের চতুর্পাশ্বের বাহুতে সর্বমোট ৪০ < চল্লিশ ১ টি কক্ষ আছে। উত্তর- দক্ষিণ ও পূর্ব বাহুর মধ্যস্তানে আছে আকর্ষনীয় প্রবেশ পথ।