সাতক্ষীরা জেলার তালা থানা সদর থেকে ৩ কিমি. উত্তরে তেঁতুলিয়া গ্রামে তেঁতুলিয়া জামে মসজিদ অবস্হিত। মসজিদের গায়ে পাথর খোদিত যে ফার্সী ফলক আছে সেটি বহু বছরের পুরনো হওয়ায় ধুলো-বালির আস্তরণ ও রোদ বৃষ্টিতে ভিজে বেশ খানিকটা অস্পষ্ট হয়ে গেছে । তবুও তা থেকে যে পাঠোদ্ধার করা গেছে তাতে জানা যায় জমিাদার ছালামাতুল্লাহ খান ১২৭০ বঙ্গাব্দে এটি প্রতিষ্ঠা করেছেন ।
Share with :
মহাপরিচালক
মোঃ আতাউর রহমান (যুগ্ম-সচিব)
বিস্তারিত
Video gallery
মানচিত্র
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়
এফ-৪/এ আগারগাও প্রশাসনিক এলাকা
শের-এ-বাংলনগর,ঢাকা- তে অবস্থিত।