Wellcome to National Portal
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০১৫

ছাদবিহীন পুরাতন ইমারত (রোয়াইলবাড়ি), নেত্রকোনা

 

নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার অর্ন্তগত রোয়াইল বাড়ি একটি গ্রাম ও ইউনিয়নের নাম। একসময় এখানে প্রসিদ্ধ দেওয়ান বংশীয় জমিদারদের বাসস্থান ছিল। মসনদ-ই-আলা ঈশা খাঁর অন্যতম পরিষদ মতামত্মরে প্রধান মন্ত্রী ছিলেন এই বংশের পূর্বপুরম্নষ মসজিল জালাল বা মসজিদ জালাল। তিনি রোয়াইল বাড়িতে একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করায় জনসাধারনের কাছে তিনি মসজিদ জালাল নামে পরিচিত। রোয়াইল বাড়ি এলাকায় মাটির নিচ থেকে হঠাৎ হঠাৎ বুদ্ধমূর্তিযুক্ত প্রাচীনকালের ইট পাওয়া যায় তা থেকে পন্ডিতগণ মনে করেন এ অঞ্চলে একসময় পাল আমলের সদৃদ্ধ শাসন কেন্দ্র ছিল। যে কারণে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক এখানে বেশকিছু খনন কাজ পরিচালনা করা হয়।