খুলনা জেলার কয়রা থানায় কসজিদ কুঁড় মসজিদ অবসিহত । ধারণা করা হয় মসজিদটি পঞ্চাদশ শতাব্দীতে খান-ই-জাহান কর্তৃক নির্মিত হয়েছিল । মসজিদটি নয় গমবুজ বিশিষ্ট । কপোতাক্ষ নদের তীরে মাটি থেকে খনন করে মসজিদটি আবিষ্কৃত হয় আর মাটি খুঁড়ে আবিষ্কৃত হওয়ার কারণে মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদকুঁড় ।