Wellcome to National Portal
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০১৫

ছোট সোনা মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ছোট সোনা মসজিদ অবস্থিত। এই মসজিদ মুসলিম আমলের স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। মসজিদের শিলালিপির বামদিকের উপর ও নিচের কোণ ভেঙ্গে যাওয়ায় মসজিদের নির্মাণ সাল পাওয়া যায়নি। তবে জানা যায় যে, সুলতান হোসেন শাহর আমলে আলীর পুত্র মজালিশ-ই-মসলিস ও মজালিস-ই-মনসুর ওয়ালী মোহাম্মদ কর্তৃক মসজিদ নির্মিত হয়েছিল ১৪৯৩ থেকে ১৫১৯ খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোন এক সনের রজব মাসের ১৪ তারিখ। মজজিদটির বাইরের দেয়ালে পাথরের কারুকার্য রয়েছে। বাংলাদেশের প্রস্তর শিল্পের অনন্য নিদর্শন এই মসজিদটি।