Wellcome to National Portal
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুলাই ২০১৫

লালবাগ মসজিদ

দূর্গাভ্যন্তরে অবসিহতি মসজিদটির দৈর্ঘ ৬৫ ফুট ও প্রস্থ ৩২.৫ ফুট । দূর্গের বর্তমান অংগন থেকে এই মসজিদের মেঝে সামান্য উচুঁ । মসজিদের চারকোনের চারটি অষ্টাকোন মিনারের শীর্ষ দেশ ইট-সুরকীতে তৈরী নিরেট ছোট গমবুজ দ্বারা সুশোভিত । মসজিদের পূর্বদিকের তিনটি দরজার মধ্যে মধ্যবর্তী দরজা আয়তনে বৃহৎ ও দুই পাশর্ব বাহিরের দিকে কিছুটা উদ্গত এবং মিানর দ্বারা বষ্টিত । প্রতটি দজার ছোট ছোট খিলান সংযোজিত অর্ধ গমবুজোর অন্তঃস্থলে সংসহাপিত ।

মসজিদের বর্হিদেয়ালের সর্বত্র রয়েছে অমত্মঃপ্রবিষ্ট প্যানেল ও উপরের প্যরাপেট অঙ্কিত রয়েছে মার্লনের নকশা । মসজিদের ছাদে তিনটি গমবুজের গোড়ার অংশ অষ্টাকোণাকৃতি ড্রামের আকারের এবং পাতার নকশায় অলংকৃত । মধ্যবর্তী গমবুজ দুই পাশের কন্দাকৃতি গমবুজ  অপেক্ষা বড় । প্রতিটি গমবুজের চূড়াই স্থুলভাবে নির্মিত । মসজিদের অভ্যন্তরভাগ প্রায় তিন অংশ বিভক্ত করা হলেও দরজার উচ্চতায় চারদিকে অর্ধ গমবুজ সংসহাপন করে দুই পাশের গমবুজের অষ্টাকোণাকৃত ভিত্তিমূলের ব্যাস কমিয়ে আনা হয়েছে ।