Wellcome to National Portal
  • 2022-11-09-11-18-d105d3ceff11b03295eb516fa8b36422
  • 2021-12-29-17-58-b37be3b1df01496a86bdd255d66ee348
  • 2022-11-09-11-23-48ffe22fa53ff96ab06654548172d9f1
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৫

তাহাখানা

গৌড়ের ছোট সোনা মসজিদ হতে অদূরে উত্তর- পশ্চিম দিকে একটি প্রাচীন পুকুরের পাড়ে বহু কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল ভবন বিদ্যমান। যা তাহখানা বা যুবরাজ সুজার প্রীষ্মকালীন অবকাশ  ভবন/তোরণ নামে খ্যাত। বাংলার গভর্নর থাকাকালীন সময়ে ( ১৬৩৯-১৬৫৯ খ্রীঃ) শাহ সুজা তীর নিজের আবাদের জন্য এ ভবন নির্মাণ করেন বলে জানা যায়। তিন ভাগে বিভক্ত এভবনটি এককালে খুবই পূর্ন ছিল। দক্ষিণ পার্শ্বের কক্ষটি হাম্মান হিসাবে ব্যবহুত হত। পূর্ব পার্শ্বের পুকুর হতে পাইপের সাহায্যে এ কক্ষে পানি সরবরাহ এবং ঘরে রাখার ব্যবস্থা ছিল। এ ভবনের অদূরে উত্তর পার্শ্বে সমাহিত বিখ্যাত পীর শাহ নিয়ামত উল্লাহ ওয়ালীর তিনি ভক্ত ছিলেন বলে জানা যায়। গুরুকে সন্মান প্রদর্শনের জন্য মাঝে মাঝে তিনি এখানে আসতেন এবং উপরোক্ত ভবনে অবস্থান কতেন। স্থাপত্য বিশিষ্ট এবং ইটের পরিমাপ দুষ্টে ভবনটিকে গোমল যুগের র্কীর্তি বলে ধরে নেয়া যায়। এ ভবনের সম্মুখে পশ্চিম দিকে একটি  ছোট ও অনুচ্চ তোরণ এখনও কালের স্বাক্ষর হিসাবে বিদ্যামান। এটা সুজার তোরণ নামে খ্যাত ।