আগামী ১৮ নভেম্বর, ২০২১ তারিখ বৃহস্পতিবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ৪র্থ তলায় প্রদর্শনী কেন্দ্রে দিনব্যাপী প্রত্নবস্তু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উক্ত প্রদর্শনীতে ৪০(চল্লিশ) টি পোড়ামাটির নিদর্শন (terracotta) প্রদর্শন করা হবে। এ প্রদর্শনী উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো: আবুল মনসুর। উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত প্রতি কার্য দিবসে বিশেষ ব্যবস্থাপনায় প্রদর্শনীটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।