২২ সেপ্টেম্বর, ২০২১ তারিখ রোজ বুধবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত সচিব জনাব রতন চন্দ্র পন্ডিত যোগদান করেন। জনাব রতন চন্দ্র পন্ডিত এর পূর্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মো: আতাউর রহমানের কাছ থেকে দায়িত্ব ভার গ্রহণ করেন। উল্লেখ্য যে, পূর্ববর্তী মহাপরিচালক জনাব মোঃ হান্নান মিয়া পদোন্নতি পেয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে যুগ্ম সচিব জনাব আতাউর রহমান।