কেন্দ্রীয় প্রত্নতাত্ত্বিক গ্রন্থাগারটি একটি বিশেষ ধরণের গ্রন্থাগার। উক্ত গ্রন্থাগারে ১৪১২৩ কপি পুসত্মক এবং ১৭৩০ কফি র্জানাল সংগৃহীত আছে। সংগৃহীত পুসত্মক/র্জানালের মধ্যে অধিকাংশই দুষ্পাপ্য বিধায় বিষয় সংশিস্নষ্ট গবেষকদের গবেষণা কাজে সহায়তার ক্ষেত্রে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । গ্রন্থাগারে প্রত্নতত্তব, ইতিহাস ঐতিহ্য সম্বলিত পুসত্মক ছাড়াও বিভিন্ন ধরণের বিশবকোষ, অভিধান, জেলা গেজেটিয়ার, জেলার ইতিহাস,সেন্সাস রিপোর্টসহ গুরম্নত্বপূর্ণ রেফারেন্স পুসত্মক সংগৃহীত আছে।
গ্রন্থাগার সময়:
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যাতিত রবিবার থেকে বৃহস্প্রতিবার সকাল ৯.০০ থেকে বিকাল ৫.০০ পর্যমত্ম খোলা থাকবে ।
গ্রন্থাগার সেবা:
ক) গ্রন্থাগারে আগত সকল গবেষকদের রিডিং সার্ভিস প্রদান করা হয় ।
খ) শুধুমাত্র প্রত্নতত্তব অধিদপ্তরের কর্মকর্তা/ কর্মচারীদের তাদের নিজের নামে পুসত্মক/ জার্নাল ইস্যূ করা হয় ।
গ) গ্রন্থাগারে সংগৃহীত পাঠ্যসামগ্রীর ডিজিটাল ক্যাটালগ খুব শীঘ্রই ওয়েব সাইটে প্রকাশ করা হবে ।