সাবিনা আলম
মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
প্রত্নতত্ত্ব অধিদপ্তর
জনাব সাবিনা আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে গত ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে যোগদান করেন এবং ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৫ সালে তাঁর কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ সচিবালয়ে তিনি একাধিক মন্ত্রণালয়ে উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনাব সাবিনা আলম ১৯৬৯ সালে ঠাকুরগাঁও জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মনসুর আলম ও মাতা মাগফেরা খাতুন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের পর হতে তিনি দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বুনিয়াদি প্রশিক্ষণ, আইন ও প্রশাসন কোর্স, MATT, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্স (এসিএডি)সহ বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।
এছাড়াও, তিনি অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারতের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইন্সটিটিউট হতে বিভিন্ন পেশাগত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আন্তর্জাতিক জার্নালে তাঁর তিনটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি ইউকে, জার্মানী, ইতালি, চিন, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, জাপানসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী।