Wellcome to National Portal
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২৪

কার্যাবলী

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যাবলীসমূহ নিম্নে উল্লেখ করা হল:

ক) জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা।

খ) ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (সংশোধিত ১৯৭৬) অনুযায়ী প্রাচীন স্মৃতি নিদর্শনসমূহের সুরক্ষা প্রদান করা।

গ) প্রত্নতাত্ত্বিক কার্যবিধি অনুসারে সারা দেশে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান এবং স্মৃতি নিদর্শনসমূহের রক্ষণাবেক্ষণ, সংস্কার এবং মেরামত করা।

ঘ) অনুসন্ধান এবং খনন পরিকল্পনা করা।

ঙ) পূর্ব পরিকল্পিত কর্মসূচী অনুসারে প্রাচীন স্থানের অনুসন্ধান ও খনন করা।

চ) সংস্কৃত, আরবি এবং ফারসি ভাষায় উৎকীর্ণ পাথরের শিলালিপি, তাম্রশাসন, মুদ্রা এবং পাণ্ডুলিপি প্রাচীন এপিগ্রাফিক রেকর্ডের ব্যাখ্যা এবং অধ্যয়ন করা।

ছ) অস্থাবর সাংস্কৃতিক পুরাকীর্তি বা প্রত্নবস্তু সংরক্ষণ ও প্রদর্শনের জন্য জাদুঘরের পরিকল্পনা, প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করা।

জ) ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (সংশোধিত ১৯৭৬) অনুযায়ী পুরাকীর্তির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করা।

ঝ) আমাদের ইতিহাসের অধ্যয়ন এবং পুনর্গঠনে নিবেদিত জাতীয় এবং আন্তর্জাতিক গবেষক ও পণ্ডিতদের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য প্রদানের লক্ষ্যে, এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপনের জন্য বই, ব্রোশিয়ার, গাইড বই, ভিউ কার্ড এবং অন্যান্য প্রচার সামগ্রীর প্রকাশনার কাজ করা।

ঞ) ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের সকল সুরক্ষিত এবং অরক্ষিত প্রত্নতাত্ত্বিক টিবি এবং স্মৃতিস্তম্ভের একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন তৈরির জন্য পদ্ধতিগত এবং পূর্ণাঙ্গ জরিপের কাজ করা।

ট) পুরাকীর্তির সংগ্রহ, এবং তাদের অধ্যয়ন এবং গবেষণা করা।

ঠ) বিভাগীয় প্রকৌশলী ও স্থপতির তত্ত্বাবধানে প্রত্নতাত্ত্বিক স্থানে জাদুঘর ভবন, স্টাফ কোয়ার্টার, রেস্ট হাউস, ভিজিটর শেড, এবং অন্যান্য সিভিল ভবন নির্মাণ করা।

ড) একটি বিশেষায়িত গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণ করা।

ঢ) আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গবেষণা করা।

ণ) নৃতাত্ত্বিক গবেষণার ও অধ্যয়নের সুবিধার্থে উপজাতি বা আদিবাসী জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক বস্তুর সংগ্রহ ও সংরক্ষণ, এবং নৃতাত্ত্বিক জাদুঘরে তাদের সংরক্ষণ ও প্রদর্শন করা।

ত) খনন বা অন্যভাবে আবিস্কৃত প্রাচীন স্মৃতি নিদর্শনসমূহের এবং অন্যান্য অস্থাবর পুরাকীর্তি, প্রাচীন নিদর্শন, এবং জাদুঘরে প্রদর্শিত নিদর্শনের রাসায়নিক পরিচর্যা করা।

থ) আমাদের জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য ইউনেস্কো মিশন কার্যক্রমের সমন্বয় করা।

দ) প্রশাসনিক মন্ত্রণালয়, এবং বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্বায়ত্তশাসিত জাদুঘরসহ অন্যান্য শিক্ষামূলক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ রক্ষা করা।