Wellcome to National Portal
প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মার্চ ২০২৫

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

  এফ-৪/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা

 শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

www.archaeology.gov.bd

সেবা প্রদান প্রতিশ্রুতি

১.রূপকল্প ও অভিলক্ষ্য

রূপকল্প: প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের প্রতি সচেতন সংস্কৃতিমনস্ক জাতি গঠন।

অভিলক্ষ্য দেশজ সংস্কৃতি: কৃষ্টি গবেষণা ও উন্নয়নের মাধ্যমে সংরক্ষণ প্রত্নতাত্ত্বিক সম্পদের সংস্কার, ঐতিহ্য, ইতিহাস, জাতির মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধন।

 

২. সেবা প্রদান প্রতিশ্রুতি

.নাগরিক সেবা

ক্র.নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

এবং প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল)

১.

প্রত্নস্থলে চিত্রায়ন/আলোকচিত্র গ্রহণ

 

-মেইল/সরাসরি/ ডাকযোগে  

নির্ধারিত ফরম অনুযায়ী

প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

প্রত্নস্থলে

চিত্রায়ন/আলোকচিত্র গ্রহণ নির্দেশিকা-২০১৯

‘ক’ শ্রেণি- ক শ্রেণির প্রত্নস্থলের জন্য প্রতি ঘন্টায় ৩০০০/- এবং জামানত প্রতি ঘন্টায় ৬০০০/-

‘খ’ শ্রেণি- ক শ্রেণি ব্যতীত অন্যান্য প্রত্নস্থলের জন্য প্রতি ঘন্টায় ২০০০/- এবং জামানত প্রতি ঘন্টায় ৪০০০/-

‘গ’ শ্রেণি-বই পত্র বা সাময়িকীতে বা পত্র পত্রিকায় প্রকাশিতব্য বিজ্ঞাপনের জন্য আলোকচিত্র গ্রহণের ক্ষেত্রে প্রতি ঘন্টায় ২০০০/- এবং জামানত প্রতি ঘন্টায় ৪০০০/- ‘ঘ’ শ্রেণি- রাত্রিকালীন আলোকচিত্র গ্রহণ ও চিত্রায়ণের ক্ষেত্রে দিনের দ্বিগুণহারে পরিশোধ করতে হবে। তবে তা কোনো ক্রমেই রাত ১০:০০টা অতিক্রম করা যাবে না।

পরিশোধ পদ্ধতি: চালানের মাধ্যমে জমা।

প্রধান কার্যালয়ে আবেদন প্রাপ্তির পর

০৩ (তিন) কার্যদিবস।

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন) 

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

২.

অধিদপ্তরের প্রকাশনা (বই, পোস্টার, ভিউকার্ড, প্রতিবেদন) বিক্রয়

 

সরাসরি

প্রযোজ্য নয়।

প্রাপ্তিস্থান:

প্রত্নতত্ত্ব ভবন, প্রকাশনা শাখা, ফ্লোর নং-০৮, আগারগাঁও, ঢাকা।

প্রকাশনার তালিকা অনুযায়ী

 

 

তাৎক্ষণিক

ড. মো: আতাউর রহমান

উপপরিচালক (প্রকাশনা)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৪

মোবাইল : +৮৮০১৭২৭-৬৭৩২৭৩

ই-মেইল: dd_publication@archaeology.gov.bd

 

৩.

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানকে শিক্ষা ও গবেষণামূলক কাজে প্রয়োজনীয় তথ্য এবং আলোকচিত্র সরবরাহ

 

ই-মেইল/সরসরি/ ডাকযোগে

 

নির্ধারিত ফরম অনুযায়ী 

প্রাপ্তিস্থান:

প্রত্নতত্ত্ব ভবন, প্রকাশনা শাখা, ফ্লোর নং-০৮, আগারগাঁও, ঢাকা

 

প্রকৃত খরচ

০৫ কার্যদিবস

ড. মো: আতাউর রহমান

উপপরিচালক (প্রকাশনা)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৪

মোবাইল : +৮৮০১৭২৭-৬৭৩২৭৩

ই-মেইল: dd_publication@archaeology.gov.bd

 

৪.

সেমিনার/ মিলনায়তন ভাড়া

১) ই-মেইল/সরসরি/ ডাকযোগে

২) যাচাই চূড়ান্ত

৩) অনুমোদনের আদেশ কপি

নির্ধারিত ফরম অনুযায়ী

নির্ধারিত মূল্য পরিশোধের ভিত্তিতে

০৭ কার্যদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৫.

A2A Access to Archaeological Sites

অনলাইন

প্রযোজ্য নয়

প্রাপ্তিস্থান: htttps://archaeology.gov.bd

বিনামূল্যে

তাৎক্ষণিক

তানিয়া সুলতানা

সহকারী পরিচালক (প্রশাসন)

ফোন: +৮৮-০২-৪১০২৪৬৩২

 মোবাইল: ০১৫৫০৪১২৬১৮

ই-মেইল:

ad_admin@archaeology.gov.bd

৬.

ই-বুক

অনলাইন

প্রযোজ্য নয়

প্রাপ্তিস্থান: htttps://archaeology.gov.bd

বিনামূল্যে

তাৎক্ষণিক

ড. মো: আতাউর রহমান

উপপরিচালক (প্রকাশনা)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৪

মোবাইল : +৮৮০১৭২৭-৬৭৩২৭৩

ই-মেইল: dd_publication@archaeology.gov.bd

 

 

 

.প্রাতিষ্ঠানিক সেবা

ক্র.নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ই-মেইল)

১.

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন দপ্তর/জাদুঘরের ব্যয় মঞ্জুরি প্রদান

সরকারি মঞ্জুরি আদেশ জারি

নির্ধারিত ফরম অনুযায়ী

ক) দপ্তর/জাদুঘরের প্রস্তাব

খ) সংশ্লিষ্ট সরঞ্জামাদি ক্রয়ের প্রশাসনিক অনুমোদন

গ) দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ (প্রযোজ্যক্ষেত্রে)

ঘ) **(তারকা) চিহ্নিত খাতের জন্য অর্থবিভাগের সম্মতি

ঙ) * চিহ্নিত খাতের জন্য প্রশাসনিক মন্ত্রণালয়ের সম্মতি

প্রাপ্তিস্থান: প্রত্নতত্ত্ব ভবন, হিসাব শাখা, ফ্লোর নং-০৭, আগারগাঁও, ঢাকা

বিনামূল্যে

১৫ কার্যদিবস

 

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

২.

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন দপ্তর/জাদুঘরের বাজেট বরাদ্দ/বিভাজন

সরকারি মঞ্জুরি আদেশ জারি

নির্ধারিত ফরম অনুযায়ী

ক) দপ্তর/জাদুঘরের প্রস্তাব

খ) সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে বরাদ্দকৃত অর্থের পরিমাণ

প্রাপ্তিস্থান: প্রত্নতত্ত্ব ভবন, হিসাব শাখা, ফ্লোর নং-০৭, আগারগাঁও, ঢাকা

 

বিনামূল্যে

 

১০ কার্যদিবস

 

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৩.

বার্ষিক ক্রয় প্রস্তাব প্রেরণ

সরকারি মঞ্জুরি আদেশ জারি

নির্ধারিত ফরম অনুযায়ী

ক) পিপিআর ২০০৮অনুসরণে ক্রয়কারী দপ্তর/জাদুঘরের প্রস্তাব

খ) সংশ্লিষ্ট দপ্তর/

অধিদপ্তরের টিওএন্ডই

গ) বাজেট বরাদ্দের পরিমাণ

প্রাপ্তিস্থান: প্রত্নতত্ত্ব ভবন, হিসাব শাখা, ফ্লোর নং-০৭, আগারগাঁও, ঢাকা

বিনামূল্যে

(অনুমোদন)

০৭ কার্যদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৪.

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এবংআওতাধীন দপ্তর/জাদুঘরের

কর্মকর্তা/

কর্মচারীদের গৃহনির্মাণ ঋণের আবেদন অগ্রায়ন

ই-মেইল/সরসরি

 

ক) সরকার কর্তৃক নির্ধারিত ফরমে F.R Form No-32 (Note-2, Rule-294) তে আবেদন করতে হবে।

খ)যে জমিতে গৃহনির্মাণ/মেরামত করা হবে সে জমির দলিল/ বায়না পত্র

গ) ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা

ঘ) যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ

প্রাপ্তিস্থান: প্রত্নতত্ত্ব ভবন, হিসাব শাখা, ফ্লোর নং-০৭, আগারগাঁও, ঢাকা

বিনামূল্যে

০৫ কার্যদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৫.

প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবংআওতাধীন দপ্তর/জাদুঘরের

কর্মকর্তা/

কর্মচারীদের

মোটরযান ক্রয় অগ্রিম প্রদান

সরকারি মঞ্জুরি আদেশ জারি

 ক) সাদা কাগজে আবেদন

 

খ)আবেদনকারীর ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা

গ) মোটরসাইকেল বিক্রয়কারীর অঙ্গীকারনামা

প্রাপ্তিস্থান: প্রত্নতত্ত্ব ভবন, হিসাব শাখা, ফ্লোর নং-০৭, আগারগাঁও, ঢাকা

 

বিনামূল্যে

 

০৫ কার্যদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৬.

প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবংআওতাধীন দপ্তর/জাদুঘরের

কর্মকর্তা/

কর্মচারীদের

কম্পিউটার ক্রয় অগ্রিম প্রদান

সরকারি মঞ্জুরি আদেশ জারি

ক) নির্ধারিত ফরম অনুযায়ী

খ) আবেদনকারীর ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা

প্রাপ্তিস্থান: প্রত্নতত্ত্ব ভবন, হিসাব শাখা, ফ্লোর নং-০৭, আগারগাঁও, ঢাকা

বিনামূল্যে

০৫ কার্যদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৭.

প্রত্নবস্তু শনাক্তকরণ

প্রতিবেদন

আইন শৃংখলা বাহিনী/প্রত্যাশী সংস্থা কর্তৃক প্রেরিত আলামত, এজহারের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), বিজ্ঞ আদালতের নির্দেশনা, ক্ষমতাপত্র ইত্যাদির কাগজাদি।

প্রাপ্তিস্থান: প্রত্নতত্ত্ব ভবন, প্রত্নসম্পদ ও সংরক্ষণ শাখা, ফ্লোর নং-০৫, আগারগাঁও, ঢাকা

বিনামূল্যে

৩১ কার্যদিবস (সেবা সহজিকরণ প্রসেস ম্যাপ অনুযায়ী)

রাখী রায়

উপপরিচালক (প্রত্নসম্পদ ও সংরক্ষণ)

ফোন: +৮৮-০২-৪১০২৪৬৫৫

মোবাইল: +৮৮-০১৭১২৮১৭৯৫০

ইমেইল: dd_antiquity@archaeology.gov.bd

৮.

প্রত্নসম্পদ সংরক্ষিত ঘোষণার নিমিত্ত প্রস্তাব প্রেরণ

১. আবেদন

২. মাঠ প্রতিবেদন

৩. ভূমি তফসিল

৪. যাবতীয় প্রতিবেদন ও মতামত স্বাপেক্ষে প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ

ক) মাঠ প্রতিবেদন

খ) জেলা প্রশাসন কর্তৃক ভূমি তফসিল ও মতামত

গ) স্থানীয় জনগণের মতামত

প্রাপ্তিস্থান: প্রত্নতত্ত্ব ভবন, প্রত্নসম্পদ ও সংরক্ষণ শাখা, ফ্লোর নং-০৫, আগারগাঁও, ঢাকা

বিনামূল্যে

৪৫ কার্যদিবস

রাখী রায়

উপপরিচালক (প্রত্নসম্পদ ও সংরক্ষণ)

ফোন: +৮৮-০২-৪১০২৪৬৫৫

মোবাইল: +৮৮-০১৭১২৮১৭৯৫০

ইমেইল: dd_antiquity@archaeology.gov.bd

 

.৩) অভ্যন্তরীণ সেবা

ক্র.নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ই-মেইল)

১.

পেনশন মঞ্জুরি

সরকারি আদেশ জারি

পেনশন বিধিমালা অনুযায়ী সকল কাগজপত্র

প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

বিনামূল্যে

৩০ কর্মদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

২.

অর্জিত ছুটি                        

সরকারি আদেশ জারি

(ক) সাদা কাগজে আবেদনপত্র

(খ) নিধারিত ফরমে (বাংলাদেশ ফরম নং-২৩৯৫) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন(গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে)

প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়।

(গ) হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে) প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

বিনামূল্যে

(ক) নন গেজেটেড কর্মচারীদেরক্ষেত্রে: ০৫ কর্মদিবস

(খ) নন ক্যাডার গেজেটেড কর্মচারিদেরক্ষেত্রে: ০৭কর্মদিবস

 

তানিয়া সুলতানা

সহকারী পরিচালক (প্রশাসন)

ফোন: +৮৮-০২-৪১০২৪৬৩২

 মোবাইল: +৮৮০-১৫৫০৪১২৬১৮

ই-মেইল:

ad_admin@archaeology.gov.bd

৩.

অর্জিত ছুটি (বহি:বাংলাদেশ)

মন্ত্রণালয়ের কপি

 

সরকারি আদেশ জারি

ক) সাদা কাগজে আবেদন পত্র

(খ) নিধারিত ফরমে (বাংলাদেশ ফরম নং-২৩৯৫) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন(গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে)

প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়।

(গ) হিসাব রক্ষণ কর্মকর্তা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে) প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়।

(ঘ) ব্যক্তিগত কারণে সরকার/স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের আবেদনপত্র

প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

বিনামূল্যে

(ক) নন গেজেটেড কর্মচারীদেরক্ষেত্রে: ০৫ কর্মদিবস

(খ) নন ক্যাডার গেজেটেড কর্মচারিদেরক্ষেত্রে: ০৭কর্মদিবস

 

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৪.

শ্রান্তি ও বিনোদন ছুটি

সরকারি আদেশ জারি

(ক) সাদা কাগজে আবেদনপত্র

কর্মকর্তাদের জন্য ছুটির প্রত্যয়নপত্র।

প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

বিনামূল্যে

 

০৭ কর্মদিবস

 

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৫.

মাতৃত্বকালীন ছুটি

সরকারি আদেশ জারি

সাদা কাগজে আবেদনপত্র ও ডাক্তারের প্রত্যয়নপত্র

প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

বিনামূল্যে

০৭ কর্মদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৬.

উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য বিদেশ ভ্রমণের আবেদনপত্র প্রেরণ(কর্মকর্তাদের ক্ষেত্রে)

সরকারি আদেশ জারি

সাদা কাগজে আবেদনপত্র

প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

বিনামূল্যে

০৭ কর্মদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৭.

উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য বিদেশ ভ্রমণ (কর্মচারীদের ক্ষেত্রে)

সরকারি আদেশ জারি

সাদা কাগজে আবেদনপত্র

প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

বিনামূল্যে

০৭ কর্মদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৮.

পাসপোর্টের NOC প্রদান

সরকারি আদেশ জারি

নির্ধারিত ফরম অনুযায়ী

প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

বিনামূল্যে

০৭ কর্মদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

৯.

পদন্নোতি/উচ্চতর গ্রেড

অর্থ বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত আদেশ অনুযায়ী সরকারি মঞ্জুরি আদেশ জারি

(ক) সাদা কাগজে আবেদনপত্র

(খ) ০৫ বছরের সন্তোষজনক বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

বিনামূল্যে

৩০ কর্মদিবস

 

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

১০.

চাকরি স্থায়ীকরণ

সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী সরকারি মঞ্জুরি আদেশ জারি

(ক) সাদা কাগজে আবেদন পত্র

(খ) হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন

(পদোন্নতির ক্ষেত্রে ০১ বছর এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে ০২ বছরের এসিআর)

প্রাপ্তি স্থান: প্রধান কার্যালয়, প্রশাসন শাখা, ফ্লোর নং-৬,আগারগাঁও, ঢাকা।

 

বিনামূল্যে

(ক) ১ম ও ২য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদেরক্ষেত্রে: ০৭ কর্মদিবস

(খ) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে: ০৭ কর্মদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

১১.

সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম মঞ্জুরি

সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ অনুযায়ী নিষ্পত্তি করে সরকারি আদেশ জারি

(ক) নির্ধারিত ফরমে আবেদন (বাংলাদেশ ফরম নং-২৬৩৯, গেজেটেড/নন-গেজেটেড) প্রাপ্তিস্থান:

হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

(খ) সাধারণ ভবিষ্য তহবিলে সর্বশেষ জমাকৃত অর্থের হিসাব বিবরণী (প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত) (মূলকপি, মঞ্জুরির  আদেশ জারির পর ফেরতযোগ্য)

প্রাপ্তিস্থান: প্রত্নতত্ত্ব ভবন, হিসাব শাখা, ফ্লোর নং-০৭, আগারগাঁও, ঢাকা

বিনামূল্যে

 

 

 

 

 

 

 

 

 

 

 

০৭ কার্যদিবস

 

ফরিদ মোল্লা

হিসাবরক্ষণ কর্মকর্তা(অ.দা.)

ফোন: +৮৮-০২-৪১০২৪৬৫৭

মোবাইল:+৮৮-০১৭১৬২৪০৯০৯

ই-মেইল:

mdfaridmolla-72@gmail.com

১২.

আবাসিক ও দাপ্তরিক টেলিফোন সংযোগ ব্যবস্থা

সমন্বিত সরকারি টেলিফোন নীতিমালা-২০১৪ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ

ক) সমন্বিত সরকারি টেলিফোন নীতিমালা-২০১৪ এর নির্ধারিত ফরমে আবেদন

বিনামূল্যে

 

 

 

৩০ কার্যদিবস

সেখ কামাল হোসেন

উপসচিব, উপপরিচালক (প্রশাসন)

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৩

মোবাইল: ০১৭৫৪-৪৪৬৬৩৬

ই-মেইল: dd_admin@archaeology.gov.bd

 

আওতাধীন অধিদপ্তর/দপ্তর/সংস্থা কর্তৃক প্রদত্ত সেবা

 

আঞ্চলিক অফিস 

সিটিজেন চার্টার লিঙ্ক

ঢাকা ও ময়মনসিংহ

https://archaeology.dhaka.gov.bd/bn/site/page/citizen-charter

খুলনা ও বরিশাল

https://archaeology.khulnadiv.gov.bd/bn/site/page/

বগুড়া  ও  রংপুর

https://archaeology.bogra.gov.bd/bn/site/page/

চট্টগ্রাম ও  সিলেট

https://archaeology.comilla.gov.bd/bn/site/page/

 

আপনার কাছে আমাদের প্রত্যাশা

ক্রমিকনং

প্রতিশ্রুত/কাঙ্খিত সেবাপ্রাপ্তির লক্ষ্যে করণীয়

১)

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান।

২)

প্রবেশ টিকিটপার্কিং টিকিটচিত্রায়ন/আলোকচিত্রপ্রকাশনা সামগ্রীর ও সুভ্যেনির ক্ষেত্রে সঠিক মাধ্যমে প্রয়োজনীয় মূল্য পরিশোধ করা।

৩)

সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা।

 

 

অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS)

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

ক্রনং

কখন যোগোযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

কর্মকর্তার নাম ও পদবী

নিষ্পত্তির সময়সীমা

 ১.

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

মোঃ আবুল হোসেন

প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ

ফোন:+৮৮-০২-৪১০২৪৬৫৬

মোবাইল: +৮৮০১৭১২-৬১৭৭৮২০

-মেইল:mahossainch@yahoo.com

৩০ কার্যদিবস

২.

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে

আপিল কর্মকর্তা

নামঃ জনাব  মোহাম্মদ হেলাল হোসেন

পদবিঃ যুগ্মসচিব (উন্নয়ন ও পরিকল্পনা)

কার্যালয়ঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। 

ফোনঃ  +৮৮-০২-২৩৩৯০৬৬৫ (অফিস) 

মোবাইলঃ +৮৮-০১৭৪৮৭২১৪৩৯

ইমেইলঃ js_planning@moca.gov.bd

ওয়েবসাইটঃ www.moca.gov.bd

 

২০ কার্যদিবস

 ৩.

আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

নাফরিজা শ্যামা

অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য অনুবিভাগ)

ফোন: ০২-৯৫১৫৫৮০ (অফিস)

মোবাইল: ০১৭১২-১৩৩২০৩

-মেইল:addlsecch@moca.gov.bd

৬০ কার্যদিবস